শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

জিয়া প্রাইমারি হেলথ কেয়ার থেকে বিনামূল্যে চক্ষু সেবা পেল দুই হাজার মানুষ

 


বিশেষ প্রতিনিধি:-
মানবসেবার ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বুধবার (৬ আগস্ট) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে দুই হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা ক্যাম্পে সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ জন অভিজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম অবহেলিত অঞ্চলের চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং ছানি রোগীদের বাছাই করেন। বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, কালো চশমা ও এক মাসের ওষুধ প্রদান করা হয়। 
ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আলদীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, পাইকগাছা থানা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, মীর শাফায়েত হোসেন, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম, আকারাম জোয়ারদার, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাহারুল ইসলাম গাজী, সুমন গাজী, শেখ আবদুল গফুর, জাহাঙ্গীর গাজী, শেখ বিল্লাল, গাজী জাহিদ, খান মাসুম, মোস্তফা মোড়ল, কবির গাজীসহ বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার সূধীবৃন্দ।
চিকিৎসা সেবায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক ডা.হাফিজুর রহমান আশিক, ডা.আসিফ হাসান, ডা.হাবিবুল্লাহ, ডা.অয়ন, ডা. আশিক, ডা.ফুয়াদ প্রমুখ ।
ক্যাম্পে আসা রোগীদের ফ্রি চোখের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। ছানি রোগীদের শনাক্ত করতে চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। 
প্রধান অতিথির বক্তৃতায় বাসস চেয়ারম্যান 
আনোয়ার আলদীন বলেন,অর্থাভাবে অনেক মানুষ চোখের চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই এ বিনামূল্যের ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সর্বোপরি, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের অসহায়, গরীব, দুঃস্থসহ সর্বস্তরের চক্ষু রোগীরা প্রয়োজনীয় ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।

Post a Comment

0 Comments