পাইকগাছা (খুলন) প্রতিনিধি : - খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশের পরিচয় মিলেছে।
পাইকগাছা নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ আব্দুস সবুর জানান, নিহত ব্যক্তির বাড়ি নদ সংলগ্ন আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের মৃত ফজর গাজীর ছেলে মোজাম গাজী (৭২)। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, মোজাম গাজী সকাল ৮টার দিকে পাইকগাছা বাজারের ফল ব্যবসায়ী ভাইপো মফিজুলের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি খেয়া পার না হয়ে নদ সাতার দিয়ে পার হওয়ার সময় স্রোতে পড়ে ভেসেযান। খেয়াঘাট থেকে ২ কিঃ মিঃ দুরে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় কপোতাক্ষ নদে লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। থানা পুলিশ ও নৌ পুলিশ লাশ নদ থেকে উত্তলন করে।
0 Comments