নিজস্ব প্রতিবেদক:-
বিগত স্বৈর শাসনামলে আশুলিয়া থানা পুলিশের লাশ পোড়ানোর লোমহর্ষক ঘটনা আশুলিয়াবাসীর নিকট পুলিশের উপর ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে থাকে। সেই সংকট কাটিয়ে উঠা ঢাকা জেলা পুলিশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। ৫ই আগস্ট পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এক বছরে আশুলিয়া ক্যাম্প ফাঁড়ির ইনচার্জ হিসেবে চারজনকে বদলি করা হয়েছে। তবুও আস্থা ফেরেনি জনমনে।
একই বছরে চারজনের বদলির বিষয়টি কেউ কেউ নেতিবাচক হিসেবে দেখলেও পুলিশের হারানো ইমেজ পুনরুদ্ধারে উর্ধত্বন পুলিশ কর্তাদের ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন ইউনিয়নবাসী।
গত ৬ই আগস্ট, ২০২৫ এসআই(নিরস্ত্র) মাহাবুব উল্লাহ সরকার আশুলিয়া বাজার ক্যাম্পে আইসি হিসেবে যোগদান করেছেন। উল্লেখ্য গত ৪ঠা আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার মোঃআনিসুজ্জামান,বিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাভার থানা থেকে আশুলিয়া ক্যাম্প ফাঁড়িতে আইসি(ইনচার্জ) হিসেবে তাকে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। আদেশে সর্বশেষ এস আই (নিরস্ত্র) মোঃ রাজিউর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে মাহবুব উল্লাহকে আশুলিয়া ক্যাম্প ফাঁড়ি ইনচার্জ করা হয় এবং রাজিউর রহমান কে সাভার থানায় বদলি করা হয়।
ভৌগলিক বিবেচনায় আশুলিয়া ইউনিয়ন ঢাকার সবচেয়ে নিকটবর্তী হওয়ায় অপরাধীদের রাজধানীতে প্রবেশ ও বর্হিগমনের দ্বার হিসেবে এটিকে ব্যবহার করার প্রবনতা লক্ষণীয়। এছাড়াও আয়তন,জনসংখ্যা ও শিল্প বিবেচনায় ইউনিয়নটিকে অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন উর্ধত্বন পুলিশ কর্তারা।
পুলিশ সদস্যদের অপ্রতুলতা ও যানবহন স্বল্পতা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে অন্যতম অন্তরায় মনে করেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষক কারো কারো মতে, "পুলিশি সীমাবদ্ধতার পাশাপাশি পরাজিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের অনুপ্রবেশ বা জার্সি বদল নিশ্চিত করতে পরাজিত দলের নেতারা বিভিন্ন কূটচাল গ্রহন করে পুলিশিং কার্যক্রমকে বাধাগ্রস্ত করে থাকতে পারে,আবার ভোটের মাঠে ভোটার সংখ্যা বাড়াতে কিংবা অর্থনৈতিক বিভিন্ন সুবিধা আদায় করতে স্বার্থান্বেষী অনেকেই দল ভারী করতে তাদের আমন্ত্রন জানিয়ে থাকতে পারে।তাদের কূটচালে রাজনীতিবীদদের মধ্যকার বিভেদ তৈরি হচ্ছে এবং যার প্রভাব অনেকাংশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সিদ্ধান্ত গ্রহনকে জটিল করে তুলছে। সিদ্ধান্তহীনতার এই সুযোগে অনুপ্রবেশকারীরা তাদের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে থাকেন। পুলিশ ও জনগনের মধ্যকার আস্থা ও বিশ্বাস সহ অঞ্চলের স্থিতিবস্থা ফেরাতে অপরাধী ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাড় করাতে এবং শাস্তি নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে শক্ত ভূমিকা পালন করতে হবে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, এস আই মাহবুব উল্লাহ সাভার থানায় দায়িত্বরত অবস্থায় দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। পেশাদারিত্বের মানদন্ডে ৫ম ইনচার্জ হিসেবে তার উপর আস্থা রাখছেন শীর্ষ পুলিশ কর্মকর্তারা।অভিজ্ঞ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে আশুলিয়া ইউনিয়নের পুলিশিং কার্যক্রমে তিনি গতি আনবেন এবং ইউনিয়নের স্থিতিবস্থা ফেরাতে ভূমিকা রাখবেন।
0 Comments