আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:-
গর্ভবতী মা, নবজাতক, শিশু ও ৯–১৫ বছর বয়সি কিশোরীদের লবণাক্ত পানির প্রভাব ও তীব্র গরমজনিত স্বাস্থ্য সমস্যার মোকাবেলায় সাতক্ষীরার আশাশুনিতে দুটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘ইএসডিও–রিচ’ প্রকল্পের উদ্যোগে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মশালাগুলোর একটি ছিল ‘জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ’ এবং অন্যটি ‘জলবায়ু পরিবর্তন ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ’।
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইনফান্টস ডু মন্ডে (EdM)-এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে বাস্তবায়ন করছে “Reducing climate change induced health hazards of pregnant women, children and adolescent girls (REACH)” শীর্ষক প্রকল্প। এ উদ্যোগ CALL (Climate Action at Local Level) কনসোর্টিয়ামের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
২৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রকল্প এলাকায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা অংশ নেন। পাশাপাশি কমিউনিটি স্কিল্ড বার্থ অ্যাটেনডেন্টস (CSBA) দের নিয়ে অনুষ্ঠিত হয় ‘জলবায়ু পরিবর্তন ও নিরাপদ মাতৃত্ব’ বিষয়ক পৃথক কর্মশালা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন,“এই ধরনের ব্যতিক্রমী প্রশিক্ষণ কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় অনন্য ভূমিকা রাখবে। বিশেষ করে CSBA দের প্রশিক্ষণ মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গর্ভবতী মা, শিশু ও কিশোরীদের জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে তারা এখন আরও সচেতন ও প্রস্তুত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি ও অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতি প্রশিক্ষণটিকে করেছে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন ইএসডিও–ইডিএম রিচ প্রকল্প টিম।
0 Comments