শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত


মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি " খুলনার পাইকগাছায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকালে গড়ইখালি ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস জার্মানির সহযোগিতায় ও রূপান্তরের সার্বিক তত্ত্বাবধানে ইয়ুথ ফর সুন্দরবন পাইকগাছার ইয়ুথ সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে  গণশুনানির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর।

সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, সুন্দরবন সুরক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং নদী ও সুন্দরবনে প্লাস্টিক পলিথিন বর্জ্য  ফেলা বন্ধ করতে হবে। সরকারি নিয়ম মেনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা, রেণু পোনা ধ্বংস না হয় এমন জাল দিয়ে মাছ ধরার পরামর্শ দেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ এবং উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান। এসময় ইকো- সুন্দরবন প্রজেক্টের খুলনা জেলার প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা প্রকল্প সম্পর্কে এবং সুন্দরবন তীরবর্তী অঞ্চলের বনজীবি পেশার মানুষের সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করনীয় বিষয়ে অবগত করেন ও সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাইকগাছা যুব ফোরামের মোঃ রাকিবুল ইসলাম ও যুব ফোরামের সদস্য কৃষ্ণা চক্রবর্তী, ছন্দা সুলতানা, আলিফা খাতুন, তানিয়া রহমান, ফয়সাল সরদার, আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা সহ ও সুন্দরনের বনজীবি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments