আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :-
সাতক্ষীরার আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় আশাশুনি সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারি আব্দুর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তী। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন আশাশুনির দলিল লেখক বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল,মোরশেদ মাহবুব লিপ্টন,দীপংকর কুমার মন্ডল,বরুন কুমার কাজল।
অফিসে কর্মরতদের মধ্যে ইউনুস আলী,আইরিন নাহার,শিল্পী খাতুন,নাজমুল হোসেন,দীগন্ত তরফদার,শিল্পী বিশ্বাস,রফিকুল ইসলাম বাকা, দলিল লেখক সহকারী জগদীশ চন্দ্র সানা,আলী আহসান স্বাধীন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী মোহরার দীনেশ চন্দ্র মল্লিক ও গোলদার আব্দুস সামাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সাব রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী। একই সময় আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করা নতুন মোহরার মীর রফিকুজ্জমান সান্টু ও মোহরার পংকজ কুমার হালদারকে ফুল দিয়ে বরন করা হয়।
আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসে নকল নবীশ নির্মল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ের সংবর্ধনায় পবিত্র কুরান থেকে তেলেওয়াত নকল নবিশ মো: ইছাফুল কবির। পবিত্র গীতা পাঠ করেছেন সুদিপ্ত চক্রবর্তী।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তী বলেন, সরকারি চাকরির অন্যতম চরিত্রই হলো বদলি। তবে যে অফিস থেকে আপনি বদলি হয়ে যাচ্ছেন সেই অফিস যদি আপনাকে শ্রদ্ধাভরে মনে রাখে তবে আপনি সার্থক। এছাড়াও তিনি বিদায়ী দুজন মহোরারকে বদলি কৃত অফিসে সৎ-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।


0 Comments