মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।খুলনার পাইকগাছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা। সোমবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,পতিত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন,গত ১৫' বছরে এ দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এমনকি পুলিশ বাহীনি দিয়ে বিরোধী দলের নেতা- কর্মীদের দমন পীড়ন চালাতো। মিথ্যা মামলায় হয়রানী, গুম,খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দাবিদার দলটি গন আন্দোলনে ৫ আগস্টে পতন ঘটে। সেই দলের প্রধান থেকে শুরু করে চ্যালা চামেন্ডারা পালিয়ে গেছে।এটা পৃথিবীর ইতিহাসে নজীর বিহিন ঘটনা। সে জন্য বলি দল ভারি করতে এসব দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোন ভাবেই দলে আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবেনা।
আগামীতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।পিআর পদ্ধতি এদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য না এমন মন্তব্য করে তিনি জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, এদলটি গনতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করতে ইহ্যুদিদের পদ্ধতি পিআর নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে ত্রয়োদশ জাতিয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মানবেনা। যথা সময় দেশে ভোট অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পুর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি,এখন দেখছি তারা পিআরের নামে পথে ঘাটে সাইনবোর্ড প্যানা টাঙিয়ে মানুষের বিভ্রান্তি ছড়াতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টায় অব্যাহত রয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সিনিয়র আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এনামুল হক সজল,জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত,সদস্য সচিব নাদিমুজ্জামান,যুবদল নেতা আতাউর রহমান রুনু।
যুবদলের সদস্য সচিব ইমরান সরদার যুব নেতা রুস্তম আলী ও আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলার বিএনপির সদস্য সচিব এস,এম,ইমদাদুল হক,পৌর বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক কামাল আহমদ সেলিম নেওয়াজ,উপজেলা ছাত্রদলের সভাপতি সরজিৎ ঘোষ দেবেন পাইকগাছা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ উপজেলা যুবদলের হাজার হাজার নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments