শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

সুন্দরবনের ছেড়া খাল থেকে মাছ,নৌকা ও জাল জব্দ করেছে বন বিভাগ

 


কয়রা প্রতিনিধিঃ

সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন ছেড়াখাল ভাড়ানি এলাকায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মারা আনুমানিক ১মন মাছ, ১টি নৌকা ও ২ টি ভেশালী ঝাল জব্দ করেছে বন বিভাগ। এসময় বন বিভাগের বন বিভাগের উপস্থিত টের পেয়ে পালিয়ে গেছে চোরা কারবারকারিরা। 



গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১:৩০ মিনিট  ছেড়াখাল ভারানি এলাকায় খাসিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান সঙ্গীয় স্টাফ নিয়ে  বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে আনুমানিক ১ মন মাছ, ১ টি নৌকা, ২ টি ভেষালী জাল জব্দ করেন। এসময় বন বিভাগের উপস্থিত টের পালিয়ে পালিয়ে যায় চোরা কারবারকারিরা। 




কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, খাসিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্ব ছেড়া খাল ভারানি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে আনুমানিক ১ মন মাছ, ১টি নৌকা, ও ২ টি ভেশালী জাল জব্দ করে। এসময় বন বিভাগের উপস্থিত টের পালিয়ে পালিয়ে গেছে চোরা কারবারকারিরা। এবং জব্দকৃত মাছ ও ভেশালী জাল আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা ও বন আইনে মামলার প্রস্তুতি চলছে। 




Post a Comment

0 Comments