পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় বিলে মাছ ধরতে জালপাতা নিয়ে সৃষ্ট গোলযোগে মারপিটের শিকার ময়না রানী সানা (৫৭) ২০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে মৃত্যুর কাছে হেরে গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালীর শিবপদ সানার স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, গত ১৮ জুন বিকেল ৫ টার দিকে অতিবৃষ্টিতে বাড়ির পাশে মৌখালীস্থ বিলে মাছ ধরতে কারেন্ট জাল পাতা নিয়ে প্রতিবেশি মনোরঞ্জন সানার সাথে ঝগড়া হয়।
নিহতের ছেলে রবীন্দ্র নাথের অভিযোগ, ঐদিন ঝগড়ার এক পর্যায়ে মনোরঞ্জন সানা গংদের মারপিটের শিকার হয়ে তার মা ময়না রানী ও ভাই রাজিব গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনোরঞ্জন সানাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হলে আসামীরা গাঢাকা দিয়েছে।
পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, মারামারি ঘটনায় মামলা হয়েছে আগেই। যার নং -৩। নিহত ময়না রানীর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 Comments