পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫) ও তার পুত্র প্রীতম বিশ্বাস (৩০),একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথবাহিনী উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপগান, ৫ টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং ৩টি এনআইডি কার্ডসহ তিন জনকে আটক করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।
0 Comments