খুলনা অফিস:-
খুলনা কয়রায় বিগত বছর গুলোর মত এবারও একই আওয়ামী ভূমিদস্যু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এখনো বহাল তবিয়তে আছেন তারা। তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। যার প্রতিকার পাবার আশায় মোসা: ফাতেমা খাতুন নামে এক ভুক্তভোগী চলতি বছরের ৩০ জুন কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ ফাতেমা খাতুনের কাছ থেকে ইং-২০১৭ সাল গত হইতে ২০২২ সাল পর্যন্ত ৫ (পাঁচ) বছরের জন্য ১.১৬৫০ একর জমি লীজ ডিড গ্রহণ করে স্থানীয় সাতহালিয়া এলাকার সোবহান সরদার এর ছেলে ভূমিদস্যু মোঃ তৈয়েবুর রহমান সরদার। কিন্তু ৫ (পাঁচ) বছর লীজ ডিডের মেয়াদ শেষ হওয়ার পর ভূমিদস্যু তৈয়েবুর ও তার মামা আসাদুল সরদার সহ ১০/১২ জনের ভূমিদস্যু চক্র জোরপূর্বক হ্যাচারী দখল করার পাশাপাশি ০৩ (চার) বছরের হারি বাবদ (বিঘা প্রতি ১৫ হাজার টাকা করিয়া সাড়ে তিন বিঘা) ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা না দিয়ে উল্টো বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার হুমকি,বেধড়ক মারধর সহ মিথ্যা মামলা দিয়ে অভিনব কায়দায় হয়রানি করে লিজকৃত জমি দখলের পাঁয়তারা করছে। কোন উপায় না পেয়ে থানায় জিডি, লিখিত অভিযোগ এমনকি আদালতে মামলা করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা। সর্বশেষ পূর্বের ন্যায় আবারো একই অভিযোগ দেখিয়ে ভুক্তভোগী পরিবার উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, অভিযোগ পাওয়া গেছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments