খুলনা অফিস:-
একটি দল জনগণের কত কাছের, জনগন কোন দলকে সত্যিই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন কিনা এটা বোঝার একমাত্র পথ হলো নির্বাচন। এলাকার মানুষ তার ও তার এলাকার ভাগ্য প্রসন্ন করতে জাতীয় বরাদ্দ পাওয়ার আশায় সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। কিন্তু বিগত ১৬ বছর এদেশের মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। এখন আবার স্বৈরাচারী প্রেতাত্মা কিছু রাজনৈতিক দলের উপর ভর করেছে তারা সংখ্যানুপাতে প্রার্থী নির্বাচনের নামে নতুন চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের জনগন এসব তামাশা মেনে নিবে না। আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই এধরণের চক্রান্ত হচ্ছে তা এখন দেশবাসীর কাছে সুস্পষ্ট। পাইকগাছায় খুলনা-৬ আসেনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতারণকালে তিনি এসব কথা বলেন।
বুধবার (৯ জুলাই) বিকেলে আব্দুল মজিদ নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাতিখালী ব্রীজরোড, কোর্ট এলাকা, প্রধান সড়ক, বাজার, শিববাটি, সরল জিরোপয়েন্ট বাজারে লিফলেট বিতরণ শেষে জিরোপয়েন্ট সংক্ষিপ্ত পথসভা করেন। এসময় উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা মজিদ গোলদার, মিজানুর রহমান জোয়াদ্দার, শেখ আনারুল ইসলাম, হাবিবুর রহমান, নাজির আহমেদ, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, মেছের আলী সানা, আবু মুছা, মফিজুল ইসলাম টাকু, আবুল কাশেম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, কাজী মুজিবর রহমান, ওবায়দুল্লাহ, কাশেম জোয়াদ্দার, মোস্তাকিম গাজী, মুনছুর, মিজানুর রহমান, শিমুল গোলদার, হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান মনি, বিএম আকিজ উদ্দিন, আবু সুফিয়ান, রায়হান পারভেজ টিপু, শামসুজ্জামান, অধীর মন্ডল, আবু হানিফ মিলন, আরিফ হোসেন, আহসান হাবিব, রানা, আবু সামাদ, মীর ওবায়দুল্লাহ, শাহ আলম, কুদ্দুস গোলদার, হাম্মাদ আলী গাজী, আরিফুল, সুমন আহমেদ, মুনসুর আলী, আলমগীর, মামুন গাজী, মিলন গাজী, বাপ্পি মোল্লা, মুরাদ হোসেন, আজিজুল গাজী, নূর ইসলাম, রবিউল, মাহমুদ কবির, শফিকুল সানা, বাবুল, আরিফুল রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments