আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
বিএনপিতে অনুপ্রবেশকারী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী হিসেবে পরিচিত গাউসুল হোসেন রাজের বিরুদ্ধে আশাশুনিতে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা বিএনপি(এক অংশ)। বুধবার বিকেলে (তাং ৬/৮/২০২৫ ) আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ছোট, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ,ছাত্রনেতা আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক আব্দুল আলীম সহ ইউনিয়ন ও ওয়ার্ড এর বিভিন্ন নেতা কর্মীরা । গাউসুল হোসেন রাজ রাজনৈতিক সুবিধা বাদী। অতীতে তিনি বিভিন্ন সময়ে জামায়াত ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ থেকে নিজের অবস্থান বদল করেছেন। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে নিজেকে জোরপূর্বক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, গাউসুল হোসেন রাজ বিএনপির কোনো ইউনিটের বৈধ সদস্য না হওয়া সত্ত্বেও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দলের ভাবমূর্তি ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। তার বিরুদ্ধে একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলেও তিনি প্রভাব খাটিয়ে এসব এড়িয়ে গেছেন।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ গাউসুল হোসেন রাজের বিএনপিতে অনুপ্রবেশ বন্ধে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তারা বলেন, এই ধরনের সুবিধাবাদীদের চিহ্নিত করে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে না পারলে দলের শৃঙ্খলা ও ঐক্য হুমকির মুখে পড়বে।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
0 Comments