পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার কয়রা-পাইকগাছার খানাখন্দে ভরা প্রধান সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার সকালে নাগরিক ফোরাম এর আয়োজনে মানববন্ধনে ১৮ মাইল থেকে পাইকগাছা কয়রা সড়ক মেরামতের দাবীতে কপিলমুনির ফকিরবাসা মোড় সংলগ্ন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা এস সাদেকুজ্জামান সাদেকের সভাপতিত্বে ও এ্যাডভকেট মাহমুদ জাহিদ আল কাদির এর সঞ্চালনায় সড়ক সংস্কারের দাবীতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ আবু তালেব, এ্যাড দিপঙ্কর শাহ, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, আলমগীর হোসেন, হুমায়ন কবির, হাবিবুর রহমান, ফারুক হোসেন, আখতার হোসেন, মিজানুর মজলিস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাক সরলীকরণের নামে রাস্তার যে বেহাল দশা হয়েছে, তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। তানাহলে সারা দেশের সাথে পাইকগাছা-কয়রার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্রুত সময়ে মধ্যে সংস্কার না হলে অচিরেই কঠোর কর্মসূচি দেয়া হবে।
0 Comments