আশাশুনি প্রতিনিধি, সাতক্ষীরা:-
সাতক্ষীরার আশাশুনির বড়দল ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম মোড়ল সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক হোসেন আলী সানা স্বাক্ষরিত উপজেলার বড়দল ইউনিয়ন শ্রমিক দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে । কমিটিতে সভাপতি ইদ্রিস গাজী সিনিয়ার সহ-সভাপতি আলী হোসেন সহ-সভাপতি আব্দুল করিম সানা, আছির উদ্দিন গাজী সাধারণ সম্পাদক বাবলু সরদার যুগ্ম সম্পাদক সাদ্দাম গাজী , রফিকুল ইসলাম সানা , আইয়ুব আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী গাজী সহ সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার সরদার, আবুল সরদার দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী সানা প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ গাজী সহ প্রচার প্রকাশনা সম্পাদক জাহান আলী অর্থ বিষায়ক সম্পাদক সাজ্জাদ শেখ সহ অর্থ বিষায়ক সম্পাদক আনসার গাজী যুব বিষায়ক সম্পাদক আজহারুল ইসলাম গাজী, সহ যুব বিষায়ক সম্পাদক মুছা মোল্লা মহিলা বিষায়ক রহিমা খাতুন সম্পদিকা সহ মহিলা বিষায়ক সম্পাদিকা আমেনা খাতুন সদস্য খোকন গাজী, হুসাইন, ইয়াসিন গাজী, আজারুল সরদার , রফি সানা , মোস্তফা গাইন, হযরত আলী গাজী, বাবু ঠাকুর, ইউনুচ আলী গাজী, নূর ইসলাম মোল্লা, মন্টু গাজী , আজাদ গাজী, মফিজুল ইসলাম গাজী, শাহাদাত সরদার , রমজান সরদার, আতাউর গাজী, আছাফুল রহমান গাজী,ফারুক গাজী , সাদেক সরদার ও আবু হাসান মনোনীত হয়েছেন।
0 Comments