ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা:-
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী ছাত্রদের স্মরণে এবং আহতদের আশু সুস্থতা কামনায় ডুমুরিয়া উপজেলা ও ডুমুরিয়া কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ডুমুরিয়ার বিএনপি'র দলীয় কার্যালয় এই কর্মসূচির আয়োজন করা হয়। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বাপ্পি, এবং ছাত্রদল নেতা ইমরান খান, আব্দুল্লাহ আল মামুন, সাকিব হাসান, মেহেদী হাসান, আজিজুর রহমান, মেহেদী হাসান তুহিন, রুবেল হোসেন, শান্ত রহমান, বুলবুল আহমেদ রাজ, হুমায়ুন কবির রুবেল, রিফাত হাসান, ইব্রাহিম সরদার, জাকারিয়া শেখ, মুরাদ, শাহরিয়ার রহমান সামি, স্বাধীন ফকির, রায়হান গাজী, তুহিন গাজী, স্বাধীন শেখ, তামিম শেখ, রহিম শেখ, নয়ন বিশ্বাস, তৌহিদ মোল্লা, হুজাইফা মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে মিলাদ ও তবারক বিতরণ করা হয়।
0 Comments