খুলনা অফিস:
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ও লতা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 'আর্ন এন্ড লিভ' নামক একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং ফরিদা ইয়াসমিন জেসি'র যৌথ উদ্যোগে এই মহতী কার্যক্রমটি পরিচালিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী শফিকুল ইসলাম ও আরিফ আহমেদের কঠোর পরিশ্রমে গাছের চারাগুলো সঠিক ও সুচারুভাবে বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে কদবেল, পেয়ারা,আম,জাম,ছবেদা ইত্যাদি বিভিন্ন ফলজ গাছ ছিল, যা শিক্ষার্থীদের বাড়ির আঙিনা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণের জন্য দেওয়া হয়েছে।
এই উদ্যোগের আয়োজকরা জানান, সবুজ পৃথিবী গড়ার অংশ হিসেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন। তারা আশা প্রকাশ করেন, এই চারাগুলো বড় হয়ে ফল দেবে এবং পরিবেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চারা বিতরণ কর্মসূচিতে দেলুটি ইউনিয়ন থেকে সেচ্ছাসেবী মাহবুব ইসলাম, শাহআলম, আরিফ শেখ এবং সবুজ উপস্থিত ছিলেন। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশংসা করেছেন।
0 Comments