শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার পাইকগাছার প্রাণ কেন্দ্রে অবস্থিত হোটেল আল-মদিনার দ্বিতীয় তলার ২৮ নং কক্ষ থেকে বদরুজ্জামান (৬৫) নানে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 


হোটেল আল মদিনার ম্যানেজার জসিম খান জানান, আশাশুনির দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শেখ বদরুজ্জামান প্রায় ৮/৯ বছর যাবত এ হোটেলের ২৮ নং রুমে একটানা থাকতেন। কি কারনে বাড়ি ছেড়ে হোটেলে থাকতেন জানিনা। তিনি বাইরের হোটেলে খেতেন। গত শনিবার রাত ১১ টায় তার সাথে শেষ কথা হয়। রবিবার সারাদিন তিনি বের হননি। আজ সকাল সাড়ে ৯টার দিকে কোন সাড়া নাপেয়ে তার ভাইপোকে কল করি। থানা পুলিশকে খবর দেই।


শেখ বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ড, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। চিকিৎসা সুবিধার জন্য তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। আজ সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় আসি। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গে রুম লগোয়া বাথরুমে মৃত অবস্থায় চাচাকে পড়ে থাকতে দেখা যায়।  


পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে আমরা হোটেল রুমের সিটকিনি ভেঙ্গে রুমে প্রবেশ করে করি। রুম লগোয়া বাথরুমে বদরুজ্জামানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আমরা তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তার কোন স্ত্রী সন্তান নেই বলে জেনেছি।

Post a Comment

0 Comments