খুলনা অফিস:-
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন, সকল বন্ধ মিল কলকারখানা চালু ও ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ চলছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলার উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে গণসমাবেশের মূল পর্ব শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীরা নগরীর শিববাড়ি মোড়ে মিছিল সহকারে উপস্থিত হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশে খুলনার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যদিয়ে এই ফ্যাসিস্ট থেকে বাংলাদেশকে রক্ষা করতে পেরেছি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এ জন্য আরও একটি যুদ্ধ করতে হবে। এদেশের মানুষের আকাঙ্খা ছিল বিভিন্ন রাজনৈতিক ইসলামী দল একমঞ্চে একত্রিত হোক। আজকে জনগনের সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি কল্যাণ রাষ্ট্র। আগামীদিনের বাংলাদেশ চাই ঐক্যের বাংলাদেশ। আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই নির্বাচনে যেন পেশীশক্তির না হয়। বাংলাদেশে সেই পেশীশক্তি উত্থাপন যেন না হয়। খুলনার সকল শিল্পকলকারখানা চালুর দাবি জানানো হয়।
গণসমাবেশের বিশেষ অতিথি সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল ও খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। গণসমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
0 Comments