শিরোনাম

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে দিনে দুপুরে সরকারি সোলার প্যানেল লুট // অন্ধকারে শতাধিক পরিবার-উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার প্রার্থনা



আশাশুনি প্রতিনিধি :-

 সাতক্ষীরার আশাশুনিতে সরকারি সোলার প্যানেল  ছিনিয়ে নেওয়ার ফলে ১শ পরিবার অন্ধকারে। মঙ্গলবার নাকনা গ্রামের জাকির হোসেন রাজু বাদী হয়ে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার প্রতাপনগর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের নাকনা গ্রামের দশালিয়া খেয়াঘাট সংলগ্ন আবাসন প্রকল্পে ১০০ পরিবারের জন্য সরকারিভাবে সৌর সিস্টেম প্রদান করা হয়েছে। এলাকার কিছু  দুদ্ধুতিকারী, সস্ত্রাসী, ভুমিদস্যুরা প্রকাশ্য দিনের আলোয় পাকা জমানাে স্টীলের পিলার সহ সোলার প্যানেল বাের্ড গায়ের জোরে লুট করে চলে যায়। ঘটানোর সময় স্থানীয় জাকির হোসেন রাজু প্রতিবাদ করলে ও বাধা দিলে লুটপাট কারী গোকুলনগর গ্রামের মৃত সফর গাজীর ছেলে মোঃ সাইফুল্লাহ, একই এলাকার সাবুর আলী গাজীর ছেলে মোস্তাকিম, মৃত ইন্তাজ আলী গাজীর ছেলে সাবুর আলী গাজী, আমজেদ গাজীর ছেলে মামুন গাজী, জাফর গাজীর ছেলে মন্টু গাজী ও লিয়াকত গাজী ও সফর গাজীর ছেলে আমিরুল গাজীর নেতৃত্বে অজ্ঞাতনামা লুটপাট, সন্ত্রাসীরা লৌহ শাবল, জিআই পাইপ লৌহ হাতুড়ীসহ দেশীয় বে-আইনী অস্ত্র দেখিয়ে লুটপাট এর কথা প্রকাশ করলে প্রাণে মেরে দেওয়ার হুমকি প্রদান করে। এমনকি আবাসন প্রকল্পের ঘর জালিয়ে দেওয়ার হমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।  সরকারি সম্পত্তির বিনষ্ট, চুরি বা লুটপাট কারীদের বিরুদ্ধে



আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনগুরুত্বপুর্ন  আবাসন প্রকল্পে বসবাসকারী সাধারণ মানুষকে  বিদঘুটে অন্ধকার থেকে রক্ষা করিতে প্রশাসনের আশু হস্তেক্ষেপ কামনা করেছেন আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী ভূমিহীনরা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ রায়ের কাছে জানতে চেয়ে কয়েকবার তাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Post a Comment

0 Comments