শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় আ.লীগ নেতাসহ ৫জন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় অভিজান চালিয়ে নাশকতা মামলায় আওয়ামিলীগের চার জন এবং পরোয়ানার এক জনকে আটক করেছে থানা পুলিশ। 


থানা সূত্রে জানাগেছে, আটকৃতরা হলেন পৌরসভা জাতীয় শ্রনিকলীগের আহবায়ক আনারুল ইসলাম (টোল আনার), যুগ্মআহবায়ক ও পাইকগাছা মৎস আড়ৎদারি সমিতির সাবেক সভাপতি জাকির হোসেন এবং  কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক  ফজর আলী, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদের, পরোয়ানা থাকায় জাকির গাজীকে কে  আটক করেছে। 


বৃহস্পতিবার সন্ধ্যায় আনারুল ইসলামকে গদাইপুর বাজার, রাত পৌনে ৯ টায় জাকিরকে সরল বাজার এলাকা থেকে ও ফজর আলীকে বিকেলে নিজ বাড়ী থেকে, কাদেরকে সন্ধায় বাড়ি থেকে, জাকির গাজীকে কাজীমুছা গ্রাম থেকে আটক করা হয়। 


থানা অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) জানান, ধৃত আসামীদেরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।


Post a Comment

0 Comments