রেজাউল করিম (ফুলবাবু) আশাশুনি প্রতিনিধি :-
আছিয়া সহ সকল ধর্ষনের ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকে বিচারের দাবীতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় আশাশুনি থানার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একত্রে সমাবেত হয়ে ধর্ষককে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে কঠোর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ।
বিক্ষোভ মিছিলটি আশাশুনি সরকারি কলেজ মোড় হতে আরম্ভ হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে সমবেত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-মামুন,মৃদুল,মেহেদী,রাহাত,সবুজ,আমান,রাসেল প্রমূখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন -ধর্ষকের শাস্তি হতে হবে প্রকাশ্য রাজপথে মৃত্যু দন্ড। এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রতি স্থাপন করতে হবে যাতে আর কোনদিন কেউ এ ধরনের ন্যাক্কার জনক কাজ করতে তো সাহস না দেখায়। আর কোন আছিয়ার মৃত্যু আমরা দেখতে চাই না।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের প্রতিকৃতি বানিয়ে তাতে আগুন ধরিয়ে প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটায়।
0 Comments