শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

ধর্ষণের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 


রেজাউল করিম (ফুলবাবু) আশাশুনি প্রতিনিধি :-
আছিয়া সহ সকল ধর্ষনের ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকে বিচারের দাবীতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় আশাশুনি থানার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একত্রে সমাবেত হয়ে ধর্ষককে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে কঠোর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ।
বিক্ষোভ মিছিলটি আশাশুনি সরকারি কলেজ মোড় হতে আরম্ভ হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে সমবেত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-মামুন,মৃদুল,মেহেদী,রাহাত,সবুজ,আমান,রাসেল প্রমূখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন -ধর্ষকের শাস্তি হতে হবে প্রকাশ্য রাজপথে মৃত্যু দন্ড। এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রতি স্থাপন করতে হবে যাতে আর কোনদিন কেউ এ ধরনের ন্যাক্কার জনক কাজ করতে তো সাহস না দেখায়। আর কোন আছিয়ার মৃত্যু আমরা দেখতে চাই না। 
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের প্রতিকৃতি বানিয়ে তাতে আগুন ধরিয়ে প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটায়।

Post a Comment

0 Comments