শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিলেন সহকারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। 


জানা যায়, ১২ আগস্ট শুক্রবার বিকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মোঃ কামাল হোসেন সরদার তার নবম শ্রেণি পড়ুয়া কন্যাকে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ আব্দুল আওয়াল এর সাথে আনুষ্ঠানিকভাবে  বাল্য বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও ভিডিপি সদস্য মোঃ সামাদ গাজী সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। 


পরে সহকারী কমিশনার ভূমি ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দুই হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং উপস্থিত জনতার সামনে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

Post a Comment

0 Comments