আব্দুস সামাদ বাচ্চু, বিশেষ প্রতিনিধিঃ
"শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বিশেষ উঠান বৈঠক'২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার তথ্যআপা এর বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে নারী অধিকার লিঙ্গ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্যআপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা রিপা শাহরিন, তথ্যসেবা সহকারি রাবেয়া খাতুন প্রমুখ।
0 Comments