শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে : বাপ্পি



নিজস্ব প্রতিবেদক :-

বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। 



১৪ জানুয়ারী (বুধবার) দেলুটি ইউনিয়নে সকাল ১১টায় রাধানগর, বিকেল ৩টায় দেলুটি বাজার, সন্ধ্যা ৬টায় বারোবাড়ি বাজার, রাত সাড়ে ৭টায় সোলাদানা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। 


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক বিচক্ষণতার কারণে বাংলাদেশে আপামর জনসাধারণ তাকে ভুলিনি। যদি ভুলে যেতো তাহলে তার জানাজায় লক্ষ কোটি লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো না। তার জানাজা নামাজ বিশ্বে মিডিয়া শুধুই নয় মানুষের মনে স্বরনীয় হয়ে স্থান করে নিয়েছে। তার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আসন্ন সংসদ নির্বাচনে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে।



সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি সাবেক আহবায়ক খায়রুল ইসলাম খান জনি, পাইকগাছা উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, বটিয়াঘাটা উপজেলা জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ জিয়াউর রহমান জিকু, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, পাইকগাছা উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।


অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম বাহার, সহ-সভাপতি ইব্রাহিম গাজী, দেলুটি ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সন্তোষ কুমার গাইন, উপজেলা মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, সুকৃতি মোহন সরকার, ফয়সাল সনি, দেলুটি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাদশা শেখ, চম্পক বিশ্বাস, রবীন্দ্রনাথ মন্ডল, ফেরদৌস ঢালী, শওকত হাওলাদার, নিরাপদ সরকার, শওকত শেখ, ডা: শেখর বিশ্বাস, সুজিত কুমার মন্ডল, জিতেন্দ্রনাথ মালী, কিংশুক রায়, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, আবুল হোসেন গাজী, আরমান গাজী, বৈদ্যনাথ মন্ডল, সৌরেন্দ্রনাথ মন্ডল, বাবর আলী, শংকর মন্ডল, মোমিন গাজী, মোস্ত গাজী, মো: রাজ্জাক সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতারা।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।



Post a Comment

0 Comments