শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন দৈনিক নওরোজ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি

 


স্টাফ রিপোর্টার:

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে সাধারণ সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও (বিএফইউজে) এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নওরোজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ রিয়াজ উদ্দীন ও দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার সিরাজ উদ্দিন সেন্টু।

উক্ত মানববন্ধনে বক্তারা দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে আখ্যায়িত করে দ্রুত নওরোজ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিও জানান তারা।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে দৈনিক দৈনিক গণমুক্তি ও ডেইলি মর্নিং ভয়েস এর খুলনা ব্যুরো প্রধান এম এম আরিফুল ইসলাম মিলন, আঞ্চলিক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ রুহুল আমিন, আঞ্চলিক দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার রেজা আহমদ, নিউজ টুয়েন্টি ওয়ান এর খুলনা প্রতিনিধি মোঃ শামীম হোসেন, দৈনিক খুলনাঞ্চল প্রত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আতিক, দৈনিক আমার দেশ পত্রিকার রূপসা প্রতিনিধি ও দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার বিএইচএম বাকি, দৈনিক বাংলাদেশ সমাচার ও খুলনা গেজেটের দাকোপ প্রতিনিধি শিপন খলিফা,নিউজ সারা বাংলা ও দ্যা ডেইলি মর্নিং ভয়েস এর স্টাফ রিপোর্টার মোঃ আসিফ আমিন, দৈনিক নওরোজের ফটো সাংবাদিক মোঃ জাহিদ হোসেন সহ একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য: ইতিপূর্বে বর্তমান আইন সচিব লিয়াকাত আলী মোল্লা, উপসচিব (প্রশাসন) গোলজার রহমান সহ সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জের বিরুদ্ধে নওরোজ সম্পাদক শামসুল হক দূরবানী ধারাবাহিক সংবাদ প্রকাশ করলে শাস্তিমূলক তাদের অন্যাত্রে বদলি করা হয় এবং তারই জের ধরে জামালপুরের রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার গত (৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে গত (১২ নভেম্বর ২০২৫) ইং তারিখে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আসামি দূরবানীকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে (০৭ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন নাকচ করে ৭৬ বছরের বৃদ্ধা শামসুল হক দূরবানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।

Post a Comment

0 Comments