আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :-
আশাশুনি-কালিগঞ্জ নিয়ে গঠিত সাতক্ষীরা ০৩ আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) এর ন্যায় আশাশুনির উন্নয়নে আমি ভুমিকা রাখবো।
তিনি বলেন,সাতক্ষীরা ০৩ আসনটি আমি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। আশাশুনির শতভাগ কাঁচা ও ইটের শোলিং রাস্তা কার্পেটিং এর আওয়াতায় আনা হবে। ঝুঁকিপূর্ণসহ সকল বেড়িবাঁধ টেকসই বেড়িবাঁধে রুপান্তরিত করা হবে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে। যে সমস্ত ঘরে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া হবে। উপজেলাবাসীর জোড় গোঁড়ায় উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হবে। সর্বোপরি আমি নির্বাচিত হতে না পারলেও আমার সমার্থ অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে ভুমিকা আপনারা দেখত পাবেন ইনশাআল্লাহ।
আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে আশাশুনি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা সদরের বড় দূর্গাপর বালুর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনের সঞ্চালনায় ও সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আমিনুর ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সারোয়ার, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমূখ।
উল্লেখ অনুষ্ঠানে ডাঃ শহিদুল আলম সমর্থিত বিএনপির বৃহৎ একটি অংশের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।



0 Comments