রাবিদ মাহমুদ চঞ্চল, বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া স্ট্যান্ডে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলিফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয় ইকবাল, সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী, আনুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক রাসিফ ইকবাল উজ্জ্বল, জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম ও আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।
বক্তারা জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্য এডভোকেট আলিফ হোসেন বলেন,জাতীয় পার্টি কোন বানের জলে ভেসে দল নয়, যে আপনি চাইলে থাকেন নিষিদ্ধ করতে পারবেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি কে ব্যবহার করেছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এমন কথা কেউ বলতে পারবে না।
তিনি জামায়াতে ইসলামিক উদ্দেশ্য করে বলেন,ভোটের জন্য রোজা এবং পূজাকে আপনার এক করে ফেলছেন। ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন।আপনাদের নেতারা বলেছে ব্যালট নিয়ে বলবেন বিসমিল্লাহ, দাঁড়িপাল্লা প্রতীকে সিল দেওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ,তাহলে হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের ভাইরা কি বলবে এটা কিন্তু আপনারা স্পষ্ট করেননি।
ধর্মকে পুঁজি করে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এডঃ আলিফ আরও বলেন,ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। রাজনীতির মাঠে কোন ধর্ম টেনে এনে ধর্মকে কলুষিত করবেন না। এসময় আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানেন তিনি।



0 Comments