শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা পুলিশের অভিযানে ৪ চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরের স্বীকারোক্তিতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।


থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, ইতোমধ্যে পৌরসভা ও আশপাশ এলাকার একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক’দিন পুর্বে এক ব্যক্তি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।


অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়। চোর জাওয়াদের তথ্য ও চোরদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের ভাড়া ভাঙ্গাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেলসহ বিভিন্ন জায়গা থেকে মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়।


পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। আটক চোররা হলো, সাতক্ষীরা জেলার সদর থানার ছয়আনী গ্রামের মৃত আব্দুল লতিফ সাহাজীর পুত্র ভাঙ্গাড়ী ব্যবসায়ী আল মামুন সাহাজী (৬৩),  পৌরসভার ৫নং ওয়ার্ডে সরলের মৃত সুকুমার দাশের পুত্র ভাঙ্গাড়ী দোকানের পার্টনার সজল দাশ (৪০), একই ওয়ার্ডের জহুর আলী মিস্ত্রির পুত্র সিরাজুল ইসলাম(৩৮) ও ঘোষাল গ্রামের হেলাল সরদারের পুত্র জাওয়াদ (১৩)।


পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙ্গাড়ি দোকান থেকে ৪টি ও অন্যস্থান থেকে আরোও ৫টিসহ মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে, মামলা নং- ১২।


ওসি রিয়াদ মাহমুদ জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Post a Comment

0 Comments