শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় সরকারী খাসখাল উম্মুক্তের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - খুলনার পাইকগাছার দক্ষিণ কাটিপাড়া বিলের খাস খাল অমুক্ত'র দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সকাল ১১ টা কাটিবাজার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সস্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন একই কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কৃষকদলের উপজেলা সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন ও স্থানীয় বিএনপি নেতা সরদার  নাজির আহম্মেদ। 

বক্তারা বলেন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় ৩-৪ 'শ বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানী আব্দুস সাত্তার মৌড়ল কয়েকটা খন্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। ফলে পানি সরবরাহের পথ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। এদিকে গত দু-মাস যাবৎ একটানা বৃষ্টির পানিতে উল্লেখিত জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে। বার বার জমির মালিকরা বাঁধ কেটে পানি নিষ্কাশনের কথা বললেও সাত্তার মোড়ল সেদিকে কর্ণপাত করছেনা। ফলে কৃষরা আমন ধান চাষ করতে পারছেনা। এজন্য দ্রুত পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন ও পথসভার আয়োজন করে এর প্রতিবাদ জানান। 

এবিষয়ে সাত্তার মোড়ল জানান, আমি সরকারের কাছ থেকে বন্দবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। তারা যেটা বলছেন সেটা সঠিক নয়।

Post a Comment

0 Comments