পাইকগাছা খুলনা প্রতিনিধি : - খুলনার পাইকগাছার এক প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনায় মালামাল ও চোরের সন্ধান মিল্লেও এখনো নেয়া হয়নি কোন শাস্তিমূলক ব্যবস্থা। বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ জমা দিয়েছে।
অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত ১০ জুলাই বিকালে স্কুল ছুটি দিয়ে রুম তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। ১৩ জুলাই সকালে প্রধান শিক্ষক স্কুলে এসে দেখতে পান অফিস কক্ষের তালা নেই এবং দরজা বন্ধ। এসময় তিনি অন্য শিক্ষকদের নিয়ে অফিসে প্রবেশ করে দেখেন ডিজিটাল হাজিরা, ওয়াই-ফাইয়ের রাউটার, দুটি ফ্যান নেই। এলাকাবাসী, শিক্ষা অফিসার ও থানাকে চুরির বিষয়টি অবহিত করলে পুলিশ ঐদিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
চোরাই মাল খোঁজা খুঁজিতে সহকারী শিক্ষক আওসান আহম্মেদ জানতে পারেন গড়েরডাঙ্গা গ্রামের ফেরদৌস মিস্ত্রীর বাড়িতে ২ টি ফ্যান আছে। পরে জানতে পারেন ফেরদৌসের ছেলে ইকরামুল হোসেন মিথুন, শাহজাহান মিস্ত্রির ছেলে তৌহিদুজ্জামান তুহিন, হরমুজ গাজীর ছেলে শাওন হিরো, মৃত বারিক সানার ছেলে রাফায়েত হোসেন মিলে স্কুল থেকে মালামাল চুরি করে।
শিক্ষক ও অভিভাবক সভাপতি ওয়ারেস আলী বলেন, চোরেরা চুরির কথা স্বীকার করে আমার কাছে দুটি ফ্যান ও রাওটারের জন্য ১ হাজার টাকা দিয়েছে। থানা পুলিশের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।
এস আই আসলাম জানান, স্কুলের চুরির ঘটনার বিষয়ে তদন্ত করছি। আমি ঢাকা থেকে এসে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
0 Comments