শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

উপকূলের উন্নয়ন তারেক রহমানের দুই নয়ন- ডাঃ মজিদ


পাইকগাছা প্রতিনিধি :-

উপকূলবাসীর উন্নয়ন তারেক রহমানের দুই নয়ন, উপকূলে বসবাসকারী মানুষের ভাগ্যর উন্নয়নে আগামীতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট তথা বাংলাদেশের দক্ষিণ জনপদের প্রতিটি জেলার দুঃখ দুর্দশা প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তীক্ষ নজর রয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের এই অঞ্চলে সুস্থ অর্থনৈতিক জোন গড়ে তুলতে আমাদের দাবীকে বিএনপি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। তৃণমূলের নেতৃবৃন্দ হিসেবে আমরাও দক্ষিণাঞ্চলের স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। 

পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে খুলনা ৬ (পাইকগাছা -কয়রা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: মো: আবদুল মজিদ (এমবিবিএস) এসব কথা বলেন। 

শুক্রবার (২২ আগষ্ট) সকাল খুলনার পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে ডাঃ আব্দুল মজিদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এড, সাইফ উদ্দিন সুমন,গাজী মোস্তাকিম, কামাল হোসেন,হুরায়রা বাদশা,সুফিয়ান গোলদার, শহিদুর রহমান,আসাদুজ্জামান কেরামত,আবু হানিফ মিলন,মোশাররফ হোসেন,বাদশা মিয়া,আরমান হোসেন,জাকারিয়া, আব্দুর রশিদ মোড়ল,শেখ মাহফুজ আহসান হাবিব,খালিদ গাজী,মামুন গাজী,আজিজুল গাজী,আজিজুর খা,আল আমিন সানা, ইলিয়াস শেখ,ওসমান গাজি,সাহেব আলি গাজী,আফসার গাজী,সাইদুল মোল্লা,আরাফাত মোল্লা, আতিয়ার রহমান,আব্দুল হান্নান মোড়ল,সাইফুল বিশ্বাস,আনোয়ার হোসেন, ইব্রাহিম সরদার, শেখ সবুজ, শেখ টিপু সুলতান, নিরব হাসান,শাকিব শেখ,মাহবুর সরদার,আবু হানিফ, ইমোন শেখ,আরিফ শেখ,আলম সরদার,শাকিল শেখ,আব্দুর রহমান গাজী,সাইদ শেখ, পার্থ প্রতিম মল্লিক,  বাপ্পি মোল্লা,ফয়সাল গাজী,মোস্তফা গাজী প্রমুখ। 

কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে খুলনা ৬ (পাইকগাছা -কয়রা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: মো: আবদুল মজিদ (এমবিবিএস) আরও বলেন- আমরা স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ সময় দেখেছি উন্নয়নের নামে কিভাবে দক্ষিণ অঞ্চল কে বিধ্বস্ত করা হয়েছে। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতি কে ভোট দিয়ে তারেক রহমানকে সরকার গঠনের জন্য সহযোগিতা করি এবং সুখী সমৃদ্ধশালী দক্ষিণ অঞ্চল গড়ে তুলি।

Post a Comment

0 Comments