পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - পাইকগাছাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
স্বাগত বক্তৃতা করেন এবং কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী'র সঞ্চালনায় বক্তৃতা করেন, সাংবাদিক জি এম মিজানুর রহমান, অভিভাবক মোঃ রেজাউল করিম, শিক্ষার্থী তুরাণী আক্তার তৃষা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে যা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদজ্ঞাপন করেন। পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
0 Comments