শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় চাঁদা না দেয়ায় সাবেক প্যানেল মেয়রকে পিটুনি ও বাড়ি লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - চাঁদার টাকা না পেয়ে খুলনার পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়রকে মারপিট করে গুরুতর আহত করা ও বাড়ি লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা  রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক প্যানেল মেয়রের একমাত্র মেয়ে ছন্দা রানী দাস। 


সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মা কবিতা রানী দাস পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ৩ বারের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। এছাড়া তিনি মাসিক চুক্তিতে জোনাকি গ্রাম উন্নয়ন সমিতিতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। সমিতিতে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনাও ঘটেছে। যা নিয়ে গ্রাহকদের টাকা আদায়ে মামলা মকদ্দমা ও আন্দোলন সংগ্রাম হয়েছে। সর্বশেষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়ে আছে। এর মধ্যে মোস্তফা মোড়ল  ও জাতীয় শ্রমিকলীগের পৌরসভার আহবায়ক জাকির হোসেনকে ১০ লাখ টাকা দিলে তারা সব সমস্যা সমাধান করে দিবেন বলে জানান। তাতে রাজি না হওয়ায় শুক্রবার বিকেলে আমাদের বাড়ীতে ৩-৪ শ লোক নিয়ে হামলা চালায়। ঘরে ঢুকে কবিতা দাশকে বেধম মারপিট করে টেনে হিছড়ে ঘরের বাইরে এনে মাটিতে ফেলে পাদিয়ে পাড়ায়। আলমারী, শোকেজ ভেঙ্গে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা , চার ভরি সোনার গহনা ও মুল্যবান জিনিসপত্র লুটপট করে নিয়ে গেছে। এমনকি তার শাড়ী কাপড় ছিড়ে বিবস্ত্র করে প্রধান সড়ক দিয়ে সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলরের বাড়ীতে টানতে টানতে নিয়ে যায়। এক পর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। 


 রাতে হাসপাতালে জাকির হোসেন ও মোস্তফা মোড়ল কিছু লোক নিয়ে তার সাথে আবারও অসাধাচারণ করে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় শনিবার সকালে হাসপাতালের চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ সম্মেলনে  ছন্দা রাণী দাস প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী জানান। 


এ বিষয়ে মোস্তফা মোড়ল ও জাকির হোসেনের কাছে জানতে চাইলে তারা চাঁদার কথা অস্বীকার করে বলেন, গ্রাহকদের টাকা না দেয়ায় গ্রাহকরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা মার ঠেকিয়ে দিয়েছি মাত্র। তা নাহলে অবস্থা আরোও খারাপ হতো।

Post a Comment

0 Comments