শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনির পাইথালীতে কোর্টের রায় অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

 


এম এইচ টুটুল আশাশুনি সাতক্ষীরা থেকে:-

আশাশুনির বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামে কোর্টের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । রবিবার (১৮মে) সকালে পাইথালী পূর্ব পাড়ার নূর মোহাম্মদ সরদারের জমি দখলের চেষ্টা করেন আনার সরদারের ছেলে বাবু সরদার, মিশার সরদার, আঙ্গুর সরদার গংরা ।

নূর মোহাম্মদ সরদার বলেন আমার কোর্টের রায় অমান্য করে  জোরপূর্বক আমার প্রতিপক্ষরা আমার জমি দখল করে নিচ্ছে ।


এ জমি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা  বসে সমাধান করে দিলেও ওরা সেটা মেনে নেয়নি । আমার সকল কাগজ পত্র রয়েছে তারপরও জোরপূর্ব জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাকে বারবার হয়রানি করছে আমি প্রশাসনের কাছে এর নায্য বিচার চাই ।


এদিকে আনার সরদারের ছেলে বাবু সরদার জমি দখলের অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করে বলেন এই সম্পত্তি আমাদের ৩ ভাইয়ের কেনা আমাদেরও কোর্টের অর্ডার রয়েছে নূর মোহাম্মদ বিভিন্ন দপ্তরে মামলা করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে ।

Post a Comment

0 Comments