পাইকগাছা প্রতিনিধি,খুলনা:-
মিথ্যা অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের আকবর আলী গাইনের পুত্র সাহবুদ্দীন গাইন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার একটি রেস্তোরাঁয় তিনি এই অভিযোগ ব্যক্ত করেন। এসময় লিখিত বক্তব্যে সাহবুদ্দীন গাইন বলেন-অতি সম্প্রতি "পাইকগাছা কয়রা বিএনপি" নামের এক ফেসবুক একাউন্টে একটি দরখাস্ত আমার দৃষ্টি গোচর হয়। যেখানে আমি দেখতে পাই দরখাস্তকারী হিসেবে আমার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। দরখাস্ত উল্লেখ করা হয়েছে যে পাইকগাছা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের কর্মী দেবদুয়ার গ্রামের সুলতান আকুঞ্জির পুত্র বাবু আকুঞ্জি ও কাটাখালি গ্রামের রফিক গাজীর পুত্র শাকিল গাজী আমার কাছে ১৫০০০/- টাকা চাঁদা দাবি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। সেখানে চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসে না। আর উক্ত দরখাস্তকারী হিসেবে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে কিন্তু এই ঘটনার আমি কিছুই জানিনা। আমি মনে করি বাবু আকুঞ্জি ও শাকিলকে ফাঁসানোর জন্য আমার নাম,পরিচয় ও মোবাইল নাম্বার মিথ্যা ভাবে ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে এমন কোন ঘটনার আদৌ ঘটেনি সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই দরখাস্তটি সম্পূর্ণরূপে মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
0 Comments