আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:-
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক বাহবুল হাসনাইন বাবুল (৫৪) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাতক্ষীরা মেডিকেলের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় বুধবার (৩ জুলাই) সকাল পৌনে ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক বাবুলের ছোট ভাই টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ জুন বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সাংবাদিক বাবুল সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে কোমরপুর নামক স্থানে দুর্ঘটনা কবলিত হন। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওদিন রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আর্থিক সংকটসহ নানাবিধ কারণে তাকে সাতক্ষীরা মেডিকেলে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যু বরন করেন। সাংবাদিক বাহবুবুল হাসনাইন বাবুল চাপড়া গ্রামের মরহুম লুৎফর রহমান সরদার ও মরহুমা অনজিলা বেগমের জোষ্ঠ পুত্র। মৃত কালে বাবুল স্ত্রী, তিন কন্যা,ভাই,বোন, আত্মীয়,স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের শোক:- সাংবাদিক হাসনাইন বাবুলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,সিনিয়র সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন সহ সকল সদস্যবৃন্দ।
0 Comments