পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : - পাইকগাছায় পানি সরানোর পথ আটকে সবজি ক্ষেতের ক্ষতি করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানাগেছে, পাইকগাছা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বাসভবনের পাশে রজব আলী মিস্তি ১০ কাঠা জমি ভাগে নিয়ে সবজি ক্ষেত তৈরি করে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে আসছে। গত কয়েক দিনের ভারি বৃষ্টির কারনে এলাকা তলিয়ে গেলে তার সবজি ক্ষেত তলিয়ে যায়।
গত সোমবার রাতে পার্শবর্তী আয়ুব আলী রাতের আধারে রজব আলীর সবজি ক্ষেতের পানি যেন সরতে না পারে সেজন্য ক্ষেতের পূর্ব-পশ্চিম দিকে বাঁধ দিয়ে দেয়। পানি সরতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবজি ক্ষেত নষ্ট হয়েছে।
রজব আলী মিস্তি জানান, প্রতিবেশী আয়ুব আলী পরিকল্পিত ভাবে বাঁধ দিয়ে সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে। একারনে আমার ৫০/৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আয়ুব আলীর স্ত্রী জানান, আমাদের ঘেরের মাছ রজব আলীর সবজি ক্ষেতের মধ্যো দিয়ে বাইরে চলে যাচ্ছিলো সে জন্য আমার স্বামী বাঁধ দিয়েছিল। তবে দক্ষিন পাশ দিয়ে পানি সরানোর জন্য নেট দিয়েছিল। এতে তার ক্ষতি হবে বুঝতে পারনি।
0 Comments