শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা

 


আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :- সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় জেলা নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২জুলাই)  বিকালে আশাশুনি বাজার চাঁদনীতে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু।

 সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা আদালতের অতি. পিপি এড. গোলাম গণি দুদু, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আনোয়ারুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, রামিম আব্দুল্লাহ, ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ প্রমুখ।

এর আগে মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের ব্যবস্থাপনায় জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আছিফুর রহমান তুহিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।###

Post a Comment

0 Comments