পাইকগাছা খুলনা প্রতিনিধি : - অবশেষে উন্মুক্ত হলো খুলনার পাইকগাছা উপজেলার বহুলালোচিত নাছিরপুর খাস খাল। দীর্ঘ দিন ধরে কখনো ইজারা নিয়ে আবার কখনো ইজারাবিহীন অবৈধ দখলে রেখে খন্ড খন্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন দখলদাররা।
সর্বশেষ গত ২৫ জুন ভূমি মন্ত্রনালয়ের উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩২-৩৭ বঙ্গাব্দ মেয়াদে নাছিরপুর খাল (বদ্ধ) জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত এক পত্রে জানানো হয়, গত ১৬ জুন সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৫ তম সভায় জলমহাল ব্যবস্থাপনা নীতি মোতাবেক জলমহালটি আপাতত উন্মুক্ত রাখতে সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে মহামান্য আদালত কর্তৃক যে রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এলক্ষে উন্নয়ন প্রকল্পে ইজারার লক্ষ্যে দাখিলকৃত তালতলা মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং ২২৬৯১), নগরশ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং-২২৭৭৪) ও নাছিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং-২২৬৬২) পাইকগাছা, খুলনার আবেদন সমূহ বিবেচনা করার সুযোগ নেই মর্ম্মে নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়। যার স্মারক নং- ৩১. ০০.০০০০.০৫০. ৬৮.০১৪.২৫. ৪৩৬।
এ প্রসঙ্গে স্থানীয় কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও কৃষ্ণ চন্দ্র দাশ জানান, ৬৮.১০ একরের নাছিরপুর খাল উন্মক্ত বাস্তবায়নে বুধবার জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ টিম নাছিরপুর এলাকায় প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন। সে মর্ম্মে স্থানীয় পর্যায়ে তার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, খালের বিভিন্ন স্থানে খন্ড খন্ড করে নেটপাটা দিয়ে মাছ চাষ করায় চলতি বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চলের অন্তত ২০ টি গ্রামের অর্ধলক্ষ মানুষের কৃত্রিম জলাবদ্ধতার আশংকা রয়েছে। এছাড়া আবাদ মৌসুমে খালের পানি বৃদ্ধি পেয়ে লবণ পানি ঢুকে পড়ায় ধান চাষ চরমভাবে বাঁধাগ্রস্ত হয়।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ সদস্যদের নিয়ে নাছিরপর খাল অবৈধ দখল মুক্তর সাইনবোর্ড লাগিয়ে দেন। খালের মধ্যে অবৈধ নেট পাটা অপসরন কাজ শুরু করেন। খালের সাত স্থানে দেয়া নেট পাটা পর্যায়ক্রমে উন্মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে।
নাছিরপুর খাল উন্মুক্ত ঘোষনার সাথে সাথ উপস্থিত শত শত মানুষ উল্লাস প্রকাশ করে। জাল নিয়ে খালে মাছ ধরতে নেমে পড়ে। ইতিপূর্বে বহুবার এখাল দখল পাল্টা দখল হয়েছে। এবিষয়ে বহু মামলা -হামলা হয়েছে।
0 Comments