নিজস্ব প্রতিনিধি :
আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিনামূল্যে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিস এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাস্টর বৈদ্যনাথ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, আবু সেলিম, গৌরাংগ গাইন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ শিশুকে ৩টি হুইল চেয়ার, ৯ শিশুকে চশমা, ৪ শিশুকে ক্রাচ ও ১ শিশুকে ১ টি হেয়ারিং মেশিন প্রদান করা হয়।####
0 Comments