নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক বাজেট বিষয়ক আলোচনা ৎসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালীর সভাপতিত্বে গো ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের আর্থিক সহযোগিতায় এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায়
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব হোসেন, আব্দুর রউফ, আছিয়া খাতুন, খাদিজা খাতুন, আইয়ুব আলী সরদার, মোখছেদুর রহমান, শহিদুল্লাহ সানা, মুনজুর হোসেন, উজ্জ্বল হোসেন, কামরুল ইসলাম, রায়হান হোসেন, সাংবাদিক মাসুম বিল্লাহ, কারিতাস এর ম্যানেজার শেখ কামাল হোসেন, রূপান্তরের প্রতিনিধি জাহিদ হাসান উদয়, ফ্রেন্ডশিপের প্রতিনিধি আব্দুস সালাম, উত্তরণ এর প্রতিনিধি রেনুকা কর্মকার, ইউএসডির সুবল চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিয়নের
পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, গর্ভবতী মা, শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া ঘূর্ণিঝড় "শক্তি" বিষয়ে এলাকার সবাইকে সতর্কতা অবলম্বন করে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।###
0 Comments