শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৭



আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার (১৮ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, কাদাকাটির ইমদাদুল হকের ছেলে সিআর-(৭৪৪)১৯ নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আওছাফুর রহমান (ডাবলু), আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে চাঁদাবাজি মামলা (৮)২৫ এর আসামী নাজমুল হোসেন, নন জিআর (৩১)২৫ নং মামলার আসামি টেংরাখালী গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে মনি মোহন মন্ডল ও সত্যরঞ্জন মন্ডল, চুরি মামলা (১৩)২৫ এর আসামি সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মহাসিন আলম ও কেরামত আলী গাজীর ছেলে কামাল গাজী, দরগাহপুর ইউনিয়নের রহিম বক্স গাজীর ছেলে সিআর (৩৫৪)২৩ মামলার আসামি বাবু গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদেরকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





Post a Comment

0 Comments