আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বদলী জনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় বিদায়ী অতিথি মোঃ রাশেদ হোসাইন। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ অতিথি হিসাবে আলোচনা রাখেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বিদায়ী এসি ল্যান্ডের স্বল্প সময়ের কার্যকালের স্মৃতি বিজড়িত কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। সভায় সাংবাদিক আকাশ হোসেন, সোহরাব হোসেন, আসলাম লিঙ্কন, বিএম আলাউদ্দীন, শেখ আরাফাত, ইয়াসির আরাফাত ড্যানিস, ইয়াছিন আরাফাত পিন্টু, মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বদলি জনিত কারণে এসি ল্যান্ড রাশেদ হোসাইন পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলায় আজ (রবিবার) যোগদান করবেন।
0 Comments