শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খাল খননে বাঁধা ৩ গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দি আশাশুনিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

 


আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : 

আশাশুনিতে খাল খননে বাঁধা দিয়ে ৩ গ্রামে কৃত্রিম জলাবদ্ধতায় ১০ হাজার মানুষকে পানিবন্দি করা সহ ৫ হাজার বিঘা জমিতে ধানের ফসল উৎপাদনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার বিকালে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি হাইস্কুল সড়কে ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। 

যুবদল নেতা জালাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক মাসুম বিল্লাহ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, রফিক গাজী, সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, খাল খননে বাঁধা সৃষ্টি করায় গত ৩ বছর ধরে খরিয়াটি কালকেতলা পশ্চিম বিলের প্রায় ৫ হাজার বিঘা জমিতে ধান উৎপাদনে বাঁধা সৃষ্টি করে যাচ্ছে খরিয়াটি গ্রামের আওয়ামী লীগের নেতা শেখ সোহরাব হোসেন, শেখ মশিউর রহমান, রেজাউল মোড়ল ও কালাম গাজী গং। ক্ষতিগ্রস্ত গ্রামের লোকজন এর প্রতিবাদ জানালে তারা নিরীহ মানুষের নামে ঘের লুটপাটের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। সরকারের প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দের খাল খননে কালকেতলা, নোটাখালি, বয়ারশিং ও মুড়াগাছা খালের প্রায় সবটাই খনন করা হয়েছে। শুধুমাত্র কালকেতলা খালের ৩০০ মিটার খননে একাধিক মামলা মোকদ্দমা করে বাঁধা সৃষ্টি করছেন সোহরাব ও মশিউর রহমানের লোকজন। এতে বিগত ৩ বছরের মতো এ বছরেও খরিয়াটি, হোসেনপুর ও ঝাউবুনিয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খরিয়াটি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়, ১১ টি মসজিদ ও ৫ টি মন্দির চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিগত ৩ বছর ধরে খালের উত্তর বিলে ৫ হাজার বিঘা জমিতে ধান চাষ করা যাচ্ছে না ও দক্ষিণ বিলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে মাছ চাষে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় অর্থনৈতিক ভাবে আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। তার উপর মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, খাল খননের কাজ সম্পন্ন করা, পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট ৪টি খাল উন্মুক্ত করণ সহ কালকেতলা স্লুইসগেটের কপোতাক্ষ নদের তীরবর্তী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।##



Post a Comment

0 Comments